ট্রাম্পের পুজো শুরু করলো হিন্দু মৌলবাদীরা
আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সব ধর্মের মধ্যেই সাম্প্রদায়িকতা আছে – তা সে ইসলাম হোক, হিন্দুধর্ম বা অন্য কোনো ধর্ম৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প যে মুসলিমবিদ্বেষী তা সকলেই জানে৷ তাই তো তাঁর পুজো শুরু হয়েছে ভারতে!
ডোনাল্ড ট্রাম্প নাকি ভগবান বিষ্ণুর ‘অবতার'! অথচ দেখুন, মাত্র মাস খানেক আগে ডেলওয়ার অঙ্গরাজ্যে একটি নির্বাচনি জনসভায় বিশ্রি অঙ্গভঙ্গি আর কদর্য ভাষায় ভারতীয়দের উপহাস করেছিলেন ট্রাম্প৷ এরপর অনেকেরই মনে হয়েছিল কোনো ভারতীয়ই আর ট্রাম্পের দিকে ফিরে তাকাবেন না৷ কিন্তু এবার সেই ট্রাম্পকেই মানবজাতির একমাত্র ‘রক্ষক' আখ্যা দিয়ে শুরু হয়ে গেছে তাঁর বন্দনা৷ রাজধানী নতুন দিল্লির যন্ত্ররমন্তরে ডানপন্থি দল ‘হিন্দু সেনা' ট্রাম্পের ছবিতে তিলক এঁকে ঘটা করে করেছে পুজোর সমস্ত আয়োজন৷
প্রশ্ন হলো, গোটা বিশ্বের সংবেদনশীল মানুষ যখন বিতর্কিত ও বেফাঁস মন্তব্যের কারণে ট্র...