Tuesday, September 10

ট্রাম্পের পুজো শুরু করলো হিন্দু মৌলবাদীরা


আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সব ধর্মের মধ্যেই সাম্প্রদায়িকতা আছে – তা সে ইসলাম হোক, হিন্দুধর্ম বা অন্য কোনো ধর্ম৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প যে মুসলিমবিদ্বেষী তা সকলেই জানে৷ তাই তো তাঁর পুজো শুরু হয়েছে ভারতে!

ডোনাল্ড ট্রাম্প নাকি ভগবান বিষ্ণুর ‘অবতার’! অথচ দেখুন, মাত্র মাস খানেক আগে ডেলওয়ার অঙ্গরাজ্যে একটি নির্বাচনি জনসভায় বিশ্রি অঙ্গভঙ্গি আর কদর্য ভাষায় ভারতীয়দের উপহাস করেছিলেন ট্রাম্প৷ এরপর অনেকেরই মনে হয়েছিল কোনো ভারতীয়ই আর ট্রাম্পের দিকে ফিরে তাকাবেন না৷ কিন্তু এবার সেই ট্রাম্পকেই মানবজাতির একমাত্র ‘রক্ষক’ আখ্যা দিয়ে শুরু হয়ে গেছে তাঁর বন্দনা৷ রাজধানী নতুন দিল্লির যন্ত্ররমন্তরে ডানপন্থি দল ‘হিন্দু সেনা’ ট্রাম্পের ছবিতে তিলক এঁকে ঘটা করে করেছে পুজোর সমস্ত আয়োজন৷

প্রশ্ন হলো, গোটা বিশ্বের সংবেদনশীল মানুষ যখন বিতর্কিত ও বেফাঁস মন্তব্যের কারণে ট্রাম্পকে কঠোর ভাষায় সমালোচনা করছেন, তখন তাঁর জন্য কট্টরপন্থি হিন্দুদের দরদ উথলে উঠছে কেন?

ভারতে ট্রাম্পের পুজো শুরু!

কারণ জানাতে গিয়ে ‘হিন্দু সেনা’ দলের এক নেতা বলেছেন, ‘‘যেভাবে ডোনাল্ড ট্রাম্প সব মানুষের মনের কথা বলেছেন, সরাসরি ইসলামি সন্ত্রাসবাদকে টার্গেট করেছেন, তা দেখে আমরাও অনুপ্রাণিত৷ সারা বিশ্বই এখন ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার৷ ভারতও এর বাইরে নয়৷ ভারতেও বারবার হামলা হচ্ছে, বারবার মানুষ মরছে৷ এ সবও ইসলামি সন্ত্রাসবাদের কারণেই হচ্ছে৷ এ অবস্থায় মানবতাকে যদি কেউ বাঁচাতে পারেন, তা শুধু ডোনাল্ড ট্রাম্পই পারবেন৷’’

ট্রাম্প তো শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেননি৷ কোনো মুসলমানকেই যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেয়ার কথা বলেছেন তিনি৷ তারপরও হিন্দু সেনার কাছে তিনি অবতার হয়ে গেলেন? শুধু মুসলিমবিদ্বেষী মন্তব্যের কারণেই হিন্দু মৌলবাদীদের কাছে এত কদর তাঁর!